top of page

Popular Bengali Idioms and Phrases ( বাংলা লোকবাক্য ও প্রবাদ বচন)

  1. যত দোষ নন্দ ঘোষ ।

  2. লোভের নেশা সর্বনাশা ।

  3. অতি চালাকের গলায় দড়ি ।

  4. অতি ভক্তি চোরের লক্ষণ ।

  5. সময় চলিয়া যায় নদির স্রোতের প্রায় ।

  6. ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না ।

  7. ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ।

  8. বারো মাসে তের পার্বণ ।

  9. পানের থেকে চূন খসা ।

  10. নুন আনতে পান্তা ফুরায় ।

  11. হাটে হাঁড়ি ভাঙা ।

  12. চোখ কপালে ওঠা ।

  13. মাথায় রক্ত ওঠা ।

  14. ইট মারলে পাটকেল খেতে হয় ।

  15. ওঠ ছুড়ি তোর বিয়ে ।

  16. ( হাতের ) র্পাঁচ আঙ্গুল সমান হ​য় না ।

  17. পাকা ধানে মই ( দেওয়া ) ।

  18. কত ধানে কত চাল ।

  19. নেই কাজ তো খই বাছ ।

  20. নেই মামার চেয়ে কানা মামা ভালো ।

  21. কানা মামার চেয়ে নেই মামা ভালো ।

  22. দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো ।

  23. বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর ।

  24. জলে কুমীর ডাঙায় বাঘ ।

  25. দুই নৌকায় পা দেওয়া ।

  26. ভাজা মাছ উল্টে খেতে না জানা ।

  27. কারুর পৌষ মাস কারুর সর্বনাশ । / কারও পৌষ মাস, কারও সর্বনাশ

  28. সর্বনাশের মাথায় বাড়ি ।

  29. কিছুতেই কিছু না ফেঁসেতেই পয়সা ।

  30. উলুবনে মুক্ত ছড়ানো ।

  31. সংসার সুখের হয় রমণীর গুণে ।

  32. লজ্জা ঘৃণা ভ​য়, তিন থাকতে নয় ।

  33. অতি বাড় বেড়ো না, ঝরে পড়ে যাবে । অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে ॥

  34. সাতেও নাই, পাঁচেও নাই

  35. সাত পাকে বাঁধা ।

  36. সাত পাঁচ ভাবা ।

  37. ধোয়া তুলসীপাতা হওয়া ।

  38. কাচ কলা দেখানো ।

  39. আদা জল খেয়ে লাগা ।

  40. তীরে এসে তরি ডোবা ।

  41. বারটা বাজা ।

  42. রাখে হরি মারে কে ।

  43. যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি ।

  44. ল্যাজে গোবরে (অব্স্থা) ।

  45. থোতা মুখ ভোতা হওয়া ।

  46. মাছের তেলে মাছ ভাজা ।

  47. মায়ের থেকে মাসীর দরদ বেশি ।

  48. সব ব্যাপারে ফোরণ কাটা ।

  49. সর্ব ঘটে কাঠালি কলা ।

  50. তুমি চল ডালে ডালে, আমি ফিরি পাতায় পাতায় ।

  51. কোথাকার জল কোথা গিয়ে দাড়ায় ।

  52. ভাঁড়ে মা ভবানী ।

  53. চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা ।

  54. চোরের মায়ের বড় গলা ।

  55. চোরে চোরে মাসতুত ভাই ।

  56. পটল তোলা ।

  57. বিড়াল বলে মাছ খাবেনা ।

  58. ফেল কড়ি মাখ তেল  ।

  59. হিল্লে হওয়া ।

  60. শুঁড়ির সাক্ষী মাতাল ।

  61. তুমি যদি বুনো ওল হও তাহলে আমিও বাঘা তেঁতুল ।

  62. যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয় ।

  63. বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর ।
  64. সুখে থাকতে ভূতে কেলায় ।
  65. আমে দুধে মিশে যাওয়া ।

  66. চোখ ছানা বড়া হওয়া ।

  67. জিদের ভাত কুত্তায় খায় । / জিদের ভাত কুকুরে খায় ।

  68. বুড়ো বয়সে ভীম রতি ।

  69. ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ।

  70. বিনা মেঘে বজ্রপাত ।

  71. মিলে মিশে করি কাজ, হারি জীতি নাহি লাজ ।

  72. যে রাঁধে সে চুলও বাঁধে ।

  73. মেঘ না চাইতেই জল ।

  74. হাতে-নাতে ধরা

  75. হাতে-নাতে ফল পাওয়া

  76. ঘরের শত্রু বিভীষণ ।

  77. বৃদ্ধস্য় তরুণী ভার্য়া ।

  78. নিজের বেলায় আটি-শুটি, পরের বেলায় চিমটি কাটি ।

  79. শুভস্য শীঘ্রম্ ( অশুভস্য কালহরণম্ ) ।

  80. পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে ।

  81. ন্যাড়া বেলতলায় একবারই যায় ।

  82. ডুমুরের ফুল হওয়া ।

  83. খাজনা থেকে বাজনা বেশী ।

  84. যেন কেন প্রকারেণ ।

  85. ( শৈতানের পার নেই ) সাবধানের মার নেই ।

  86. খলের ছলের অভাব হয় না ।

  87. ( বাঙালীর ) বারো মাসে তেরো পার্বণ ।

  88. খায় বেশি খায় কম । খায় কম খায় বেশি ॥

  89. মহাভারত অশুদ্ধ হওয়া ।

  90. বাঙাল কে হাই কোর্ট দেখানো ।

  91. সবুরে মেওয়া ফলে ।

  92. বামন হয়ে চাঁদ ধরা ।

  93. টাকা মাটি, মাটি টাকা ।

  94. ভূতের মুখে রাম নাম ।

  95. রামায়ণের মধ্যে ভূতের ক্যাচক্যাচি ।

  96. তেলে বেগুনে জ্বলে ওঠা ।

  97. উড়ে এসে জুড়ে বসা ।

  98. ফাঁকা মাঠে গোল দেওয়া ।

  99. মশার পেটে হাতি হওয়া ।

  100. হাতির পাঁচ পা দেখা ।

  101. নিজের চরকায় তেল দেওয়া ।

  102. পায়জামায় বুক পকেট ।

  103. করিলে কষ্ট, মিলিবে কেষ্ট ।

  104. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট ।

  105. জল্পনা কল্পনা করা 

  106. হিতে বিপরীত হওয়া ।

  107. জোর যার মুলুক তার

  108. রথ দেখা কলা বেচা ।

  109. পুরোনো কাসুন্দি ঘাঁটা

  110. ঝেড়ে কাশা

  111. ফোড়ন কাটা

  112. বাংলার পাঁচ

  113. প্রবাদ গোনা ।

  114. হিল্লে হওয়া ।

  115. আহ্লাদে আটখানা ।

  116. হিমশিম খাওয়া।

  117. নাক উঁচু ( হওয়া ) ।

  118. ঘেটে ঘ হওয়া।

  119. শাপে বর ।

  120. যাচ্ছা তাই ।

  121. ছাতার মাথা ।

  122. কেল্লা ফতেহ ।

  123. বিন্দু-বিসর্গ

  124. টিটকারি ।

  125. লবডঙ্কা ।

  126. হযবরল

  127. অকালপক্ব

References:

Gopal Bhar bengali cartoon

https://bn.wikipedia.org/wiki/বাংলা_প্রবাদ-প্রবচনের_তালিকা

https://bn.wiktionary.org/wiki/বিষয়শ্রেণী:বাংলা_প্রবাদ

https://www.facebook.com/dokhintripurabangladesh/posts/1064727867354230

http://proverbscollection.blogspot.com/p/blog-page.html

  • YouTube
bottom of page