top of page

সদ্গুরু স্তব

(তোটক ছন্দ)

 

ভব সাগর তারণ কারণ হে |

রবি নন্দন বন্ধন খন্ডন হে |

শরনাগত কিঙ্কর* ভীত মনে |

গুরুদেব দয়া কর দীন জনে ||১||

(*সেবক – পাঠান্তর)

গুরুদেব কৃপা কর গ্যানহিনে |

গুরুদেব দয়া কর দীন জনে | 

 

হৃদি কন্দর তামস ভাস্কর হে |

তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে |

পরব্রহ্ম পরাৎপর বেদ ভণে |

গুরুদেব দয়া কর দীনজনে ||২||

 

গুরুদেব কৃপা কর গ্যানহিনে |

গুরুদেব দয়া কর দীন জনে | 

 

মন বারণ শাসন অঙ্কুশ হে |

নরত্রান তরে হরি* চাক্ষুষ হে |

গুণগান পরায়ণ দেবগণে |

গুরুদেব দয়া কর দীন জনে ||৩||

(*তুমি/হর/শিব – পাঠান্তর)

 

গুরুদেব কৃপা কর গ্যানহিনে |

গুরুদেব দয়া কর দীন জনে | 

 

কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে |

হৃদিগ্রন্থি বিদারণ কারক হে |

মম মানস চঞ্চল রাত্রি* দিনে |

গুরুদেব দয়া কর দীন জনে ||৪||

(*রাত্র – পাঠান্তর)

 

গুরুদেব কৃপা কর গ্যানহিনে |

গুরুদেব দয়া কর দীন জনে | 

 

রিপুসূদন মঙ্গলনায়ক হে |

সুখ শান্তি বরাভয় দায়ক হে |

ত্রয় তাপ হরে তব নাম গুনে |

গুরুদেব দয়া কর দীন জনে ||৫||

(*গণে – পাঠান্তর)

 

গুরুদেব কৃপা কর গ্যানহিনে |

গুরুদেব দয়া কর দীন জনে | 

 

অভিমান প্রভাব বিনাশক হে |

গতিহীন জনে তুমি রক্ষক হে |

চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে |

গুরুদেব দয়া কর দীন জনে ||৬||

 

গুরুদেব কৃপা কর গ্যানহিনে |

গুরুদেব দয়া কর দীন জনে | 

তব নাম সদা শুভ সাধক হে |

পতিতাধাম মানব পাবক হে |

মহিমা তব গোচর শুদ্ধমনে |

গুরুদেব দয়া কর দীন জনে ||৭||

 

গুরুদেব কৃপা কর গ্যানহিনে |

গুরুদেব দয়া কর দীন জনে | 

জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে |

ভব রোগ বিকার বিনাশক হে |

মন যেন রহে তব শ্রীচরণে |

গুরুদেব দয়া কর দীন জনে ||৮||

গুরুদেব কৃপা কর গ্যানহিনে |

গুরুদেব দয়া কর দীন জনে | 

ইতি দেবেন্দ্রনাথ মজুমদার প্রণীত প্রার্থনা

রামকৃষ্ণ স্তুতি

খণ্ডন ভব-বন্ধন বন্দি তোমায় |

নিরঞ্জন নর-রূপ-ধর নির্গুণ গুণময় ||

 

মোচন অঘ-দূষণ জগ-ভূষণ চিদ্-ঘন-কায়

জ্ঞানাঞ্জন বিমল-নয়ন বীক্ষণে মোহ যায়

ভাস্বর ভাব-সাগর চির উন্মদ প্রেম-পাথার |

ভক্তার্জন যুগল-চরণ তারণ ভব পার ||

 

জৃম্ভিত যুগ-ঈশ্বর জগদীশ্বর যোগ-সহায় |

নিরোধন সমাহিত মন নিরখি তব কৃপায় ||

ভঞ্জন দুঃখ-গঞ্জন করুণা-ঘন কর্ম-কঠোর |

প্রাণার্পণ জগত-তারণ কৃন্তন কলি-ডোর ||

 

বঞ্চন কাম-কাঞ্চন অতি-নিন্দিত ইন্দ্রিয়-রাগ |

ত্যাগীশ্বর হে নর-বর দেহ পদে অনুরাগ ||

 

নির্ভয় গত-সংশয় দৃঢ়-নিশ্চয় মানসবান |

নিষ্ফারণ ভকত-শরণ ত্যাজি জাতি-কুল-মান ||

 

সম্পদ তব শ্রীপদ ভব-গোষ্পদ বারি যথায় |

প্রেমার্পণ সম-দর্শন জগ-জন দুঃখ যায় ||

 

নমো নমো প্রভু বাক্য-মনাতীত

        মনো-বচনৈকাধার |

জ্যোতির-জ্যোতি উজ্জ্বল হৃদি-কন্দর

       তুমি তম-ভঞ্জন-হার ||

    প্রভু তুমি তম-ভঞ্জন-হার ||

 

ধে ধে ধে লঙ্গ রঙ্গ ভঙ্গ

বাজে অঙ্গ-সঙ্গ মৃদঙ্গ |

গায়িছে ছন্দ ভকত-বৃন্দ

    আরতি তোমার ||

জয় জয় আরতি তোমার ||

হর হর আরতি তোমার ||

শিব শিব আরতি তোমার ||

 

খণ্ডন ভব-বন্ধন বন্দি তোমায় ||

জয় শ্রী-গুরু মহারাজ-জী কী জয় ||

ইতি স্বামী বিবেকানন্দ প্রণীত প্রার্থনা


শ্রীগুরু বন্দনা

মম মানস-তামস বিনাশাকং ।
মায়া-বন্ধন-খণ্ডন দন্ডধরং ।
জীব-তারণ-কারণ আগমনং ।
প্রণমামি শিবং পরমহংসপদম্ ॥১॥

জটালম্বিত কম্পিত শিরশোভাং* ।
গ্রীবা-বেষ্টিত কুঞ্চিত শ্মশ্রুধরং ।
গলে লম্বিত দুলিত কন্ঠহারং ।
প্রণমামি শিবং পরমহংসপদম্ ॥২॥

(*শোভং — পাঠান্তর)

হেমকান্তি যুত গৌর অঙ্গ-আভাং* ।
ভালে উজ্জ্বল নির্মল দীপ্ত শিখাং* ।
হাসি চন্দন-চর্চ্চিত বিম্বাধরং ।
প্রণমামি শিবং পরমহংসপদম্ ॥৩॥

(*আভং | শিখং — পাঠান্তর)

সাধকাভয় দায়ক করযুগং ।
ধৃত-চিন্ময়-সুন্দর-কলেবরং ।
ভয় ত্রিতাপ কলুষ ক্লেশহরং ।
প্রণমামি শিবং পরমহংসপদম্ ॥৪॥

ভব-অর্নব তারণ পাদোদকং ।
পুনর্জ্জন্ম-নিবারণ ঔষধকং ।
কালমৃত্যু-ভয়াৎ সদা রক্ষাকরং ।
প্রণমামি শিবং পরমহংসপদম্ ॥৫॥

স্নেহনির্ঝর সুন্দর আঁখি-যুগং ।
নাগনিন্দিত শোভিত দীর্ঘভুজং ।
কোটি-শশি-বিনিন্দিত পূত-মুখং ।
প্রণমামি শিবং পরমহংসপদম্ ॥৬॥

মহামন্ত্রদাতা সচ্চিদানন্দ-রূপং ।
পরমব্রহ্ম পরাৎপর বিশ্বভূপং ।
জ্ঞানানন্দ প্রদায়ক শক্তিধরং ।
প্রণমামি শিবং পরমহংসপদম্ ॥৭॥

দেহভূষণ কাঞ্চন কটিবাসং ।
শিবসুন্দর সদৃশ লম্বোদরং ।
সদা সুভাষে শ্রীগুরু সঙ্গে বাসং ।
প্রণমামি শিবং পরমহংসপদম্ ॥৮॥

ইতি যদুনাথ-দাস-বিরচিত প্রার্থনা

  • YouTube
bottom of page